বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত করিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত করিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
দুপুরে মৌলভীবাজার পৌরসভায় শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ইন্টারনেট ও কম্পিউটারভিত্তিক শিক্ষায় ভালো-খারাপ দু’টি দিকই আছে। খারাপের দিকে গেলে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেয়া হবে। তাই ভালো দিকটাই সবাইকে বেছে নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এটর্নী জেনারেল আমীন উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া আহমেদসহ আরো অনেকে।