বঙ্গবন্ধু বিপিএলের গুরুত্বপূর্ন ম্যাচে এখন লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের গুরুত্বপূর্ন ম্যাচে এখন লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান।
দুই ওপেনার লেন্ডল সিমন্স ও আভিষ্কা ফার্নান্ডো ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রামের। এ দুই ব্যাটসম্যান ১৪ বলে যোগ করেন ২১ রান। ব্যক্তিগত ১০ রানের সাজঘরে ফেরেন সিমন্স। গেলো ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ১৬ রানে জয় তুলে নেয় চট্টগ্রাম। এর আগে ৫ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। কায়েস-ফার্নান্দোরা আছেন দারুন ছন্দে। তাই চাপে থাকবে প্রতিপক্ষরা। অন্যদিকে, ৩ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের ৪ অবস্থান করছে কুমিল্লা ওয়ারিয়র্স ।