বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে এখন লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে এখন লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স। মিরপুরে টস হেরে ব্যাট করছে রংপুর। শেষ খবর পর্যন্ত মোহাম্মদ নবিদের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান।
বড় হার দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে রংপুর রেঞ্জার্স। প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ১০৫ রানে হেরেছে তারা। তাই এ ম্যাচে ঘুরে দাড়ানোর মিশনে মাঠে নেমেছে রংপুর। অন্যদিকে, জয় দিয়ে আসর শুরু করলেও, শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ধরাশয়ী হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই একই মিশনে মাঠে নেমেছে বন্দর নগরীর দলটিও। এদিকে, ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও, এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে টায় সিলেট থান্ডার বিপক্ষে লড়বে শক্তিশালী ঢাকা প্লাটুন।