বঙ্গবন্ধু বিপিএলে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব
- আপডেট সময় : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। যথারীতি রয়েছে দুই ম্যাচে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই অপরাজিত দল রাজশাহী রয়েলস ও খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে সিলেট থান্ডার। এদিকে, ঢাকা পর্বে দাপট দেখিয়েছে রাজশাহী ও খুলনা। এখনো হারের মুখ দেখেনি তারা। ২ ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী। দাপট ধরে রাখতে চায় চট্টগ্রাম পর্বেও। তবে, প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় সতর্ক আন্দ্রে রাসেল দল। ওপেনার লিটন দাস মনে করে খুলনাকে হারাতে হলে, সেরা দিয়েই খেলতে হবে তাদের। অন্যদিকে, ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছে খুলনা। তাতে অপরাজিত থেকেই চট্টগ্রামে পা রেখেছে মুশফিকুর রহিমের দল। আসরে মুশফিক-রাইলি রুশোরা আছেন দারুন ছন্দে। তাই জয় ছাড়া কিছু ভাবছে না দলটি।