বঙ্গবন্ধু বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচে
- আপডেট সময় : ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচে। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
জয়ে আসর শুরু করলেও, শেষ ম্যাচে হেরেছে কুমিল্লা ওয়ারিয়র্স। দুই ম্যাচে একটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে দলটি। এবার জয়ের ধারায় ফেরার মিশনে নামছে কুমিল্লা। সৌম্য-সানাকারা আছেন দারুন ছন্দে । তাই এগিয়ে থেকে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে ওয়ারিয়র্স। অন্যদিকে, আসরে এখন জয়ের মুখ দেখিন রংপুর। দুই ম্যাচে শতভাগ হার তাদের। চট্টগ্রাম পর্ব দিয়েই জয়ে ফিরতে চায় রংপুর। এদিকে, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠে আত্মবিশ্বাসী চট্রগ্রাম চায় জয়ের ধারা ধরে রাখতে। যদিও মাশরাফি-তামিমদের বিপক্ষে বেশ সতর্ক মাহমুদউল্লাহরা।