বঙ্গবন্ধু বিপিএলে এখন লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের বিগ ম্যাচে এখন লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
আসরে দুরন্ত গতিতে ছুটছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরই মধ্যে শেষচার নিশ্চিত করেছে বন্দর নগরীর দলটি। ৮ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। নিয়ম রক্ষার ম্যাচ হলেও কুমিল্লার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে ইমরুলরা। অন্যদিকে, জয় দিয়ে আসর শুরু করলেও, ছন্দ হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। যেখানে চট্টগ্রাম ছুটছে শিরোপার লড়ায়ে, সেখানে কুমিল্লা ধুকছে মাঠের লড়ায়ে। ৭ ম্যাচে মাত্র ২ জয় তাদের। শিরোপার রেসে থাকতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই সৌম্য-সাব্বিরদের। এদিকে, শেষ ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রংপুর রেঞ্জার্স। রাজশাহীর বিপক্ষেও সেই ধারা ধরে রাখতে চায় ওয়াটসন বাহিনী।