বঙ্গবন্ধু বিপিএলে চার ম্যাচ পরে প্রথম জয়ের স্বাদ পেলো সিলেট থান্ডার
- আপডেট সময় : ০৮:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে চার ম্যাচ পরে প্রথম জয়ের স্বাদ পেলো সিলেট থান্ডার। খুলনা টাইগার্সকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি এবং জনসন চার্লসের ৯০ রানে ভর করে ২৩২ রানের পাহাড় গড়ে সিলেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা টাইগার্স। স্কোর বোর্ডে ১ রান উঠতেই মনির হোসেনের বলে ফিরতে হয় রহমানউল্লাহ গুরবাজকে। ওয়ানডাউনে নেমে সাইফ হাসানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে রাইলি রুশো। পরে নিজের ফিফটি তুলে নেন রুশো। তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। ৩২ বলে ৫২ রান করে নাভিন উল হকের বলে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাইফ-রুশো জুটি বিচ্ছিন্ন হতেই চাপে পড়ে খুলনা। এ অবস্থায় আস্থার প্রতিদান দিতে পারেননি শামসুর রহমান। মনিরের বলে আউট হন তিনি। সেই জের না কাটতেই এবাদত হোসেনের বলে সাজঘরের পথ ধরেন ক্যাপ্টেন মুশফিকুর রহিম। এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা।