বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৬৮০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ট্রাস্টের নিয়মিত বৈঠক।
বুধবার বিকেলে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে ট্রাস্টের সমাজ-কল্যাণমূলক কর্মকান্ড পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বঙ্গবন্ধু মোমোরিয়াল মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের ব্যাপারে আলোচনা শেষে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।