‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২’ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২’।
ভোর সাড়ে ৫টায় এ ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, বিশেষ অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া ম্যারাথন বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিলের চতুর্দিক ঘুরে হাতিরঝিলেই শেষ হয়। প্রতিযোগিতায় দেশ-বিদেশের ২শ’ দৌড়বিদ অংশ নিয়েছেন। এই কারণে দুপুর পর্যন্ত হাতিরঝিলের সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।