বঙ্গোপসাগরে একের পর এক মৃত তিমি ভেসে আসায় চিন্তিত সংশ্লিষ্টরা
- আপডেট সময় : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ২৪ ঘন্টায় বিশালাকৃতির দুটি মৃত তিমি ভেসে আসায় চিন্তিত হয়ে পড়েছে সংশ্লিষ্টরা। হঠাৎ করে একের পর এক তিমি মারা যাওয়ার কারণ খুঁজে পাওয়া যায়নি।তবে ধারণা করা হচ্ছে, জাহাজ কিংবা শক্তিশালী কিছুর আঘাতে তিমি দুটি’র মৃত্যু হতে পারে।
সম্প্রতি, হিমছড়ি সমুদ্র সৈকতে বিশালাকৃতির দুটি মৃত তিমি ভেসে এসেছে। তাদের হাঁড় ভাঙ্গা ও শরীরের নানা স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। প্রাণিবিদরা বলছেন, তিমি দুটি ব্রাইট হোয়েল প্রজাতির। এর মধ্যে প্রথমটি ৪৪ ফুট দৈর্ঘ্য ও প্রস্থে ২৬ ফুট। দ্বিতীয়টির দৈর্ঘ্য ৪৩ ফুট ও প্রস্থ ১৪ ফুট। তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার গিরিখাতে তিমি ও ডলফিনের বিচরণ। এই পথ দিয়ে অবাধে ট্রলার ও জাহাজ চলাচল করায় সামুদ্রিক জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।
কিন্ত বন কর্মকর্তা মনে করেন, তিমির মৃত্যু হয়েছে বার্ধক্যের কারণে। দূর্গন্ধ ছড়ানোয় ময়নাতদন্ত শেষে তিমি দুটিকে সৈকতের বালিতে পূঁতে ফেলা হয়েছে।