বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালকে আসামি করে মামলা
- আপডেট সময় : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালকে আসামি করে মামলা করা হয়েছে। অন্যদিকে, নিখোঁজদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। ১৫ রোহিঙ্গার মরদেহ হস্তান্তর করা হয়েছে পুলিশের কাছে
ঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে ট্রলাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড দ্বিতীয় দিনের এই অভিযান শুরু করে বুধবার সকালে। তারা এই অভিযানে নেমেই ছেঁড়াদ্বীপের পার্শ্ববর্তী এলাকা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গা আবদুল্লাহকে উদ্ধার করে। এনিয়ে জীবিত উদ্ধারের সংখ্যা ৭৩। তবে এখনও ৫০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে, সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের অভিযোগে টেকনাফ থানার সেন্টমার্টিন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এমএস ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও চার দালালকে আটক করেছে পুলিশ। ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত আট দালালকে আটক করা হয়েছে।
আটক দালালরা হলেন- টেকনাফের নোয়াখালীপাড়ার সৈয়দ আলম, আব্দুল আজিজ, করিম, ফয়েজ আহম্মদ, জুম্মা পাড়ার সাদ্দাম হোসেন, রফিক, উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পের ওসমান ও রাজার পাড়ার হুমায়ুন কবির। বাকি দলালদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আর সনাক্তের পর হস্তান্তর করা হয়েছে মরদেহ।