বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি ঘটনায় এখনো নিখোজ রয়েছে ১০ জেলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সকালে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি ঘটনায় এখনো নিখোজ রয়েছে ১০ জেলে।
১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ-বাহিনী ও কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে। সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সাগরে ২২ জেলেসহ এমভি রাঙা চোখা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায় । খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল। দুপুর পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধারের খবর নিশ্চিত করে কোস্টগার্ড। নিম্নচাপের প্রভাবে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি দুর্ঘটনার কবলে পরে বলে জানা যায়।