বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের দিকে সরে যাচ্ছে
- আপডেট সময় : ০২:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের দিকে সরে যাচ্ছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের মধ্যভাগ এবং ছত্রিশঘরে অবস্থান করছে ।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণাঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি হচ্ছে। সবশেষ আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আগামী ২ দিনে আবহাওয়া তেমন বিরূপ হবে না। তবে, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ উপকূলীয় এলাকায় ৩ নম্বর সর্তক সংকেত এখনও অব্যাহত।
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীর অভ্যন্তরীণ ১৭টি রুটে ৬৫ ফুটের নিচের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌবন্দর কর্তৃপক্ষ।
উপকূলীয় এলাকায় থেমে থমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়ে গত এক সপ্তাহ ধরে প্লাবিত হয়েছে কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার অর্ধশতাধিক গ্রাম। ফলে এসব এলাকার মানুষ মানবেতর জীবন করছে। উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যে আধিক্য বিরাজ করছে। যে কোন সময় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিরাপদে থাকতে বলা হয়েছে মাছধরার ট্রলার সমূহকে। সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদে রাখতে সৈকত এলাকায় মাইকিং করছে ট্যুরিষ্ট পুলিশ।