বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে : আবহাওয়া অফিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৯৮১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হলে বাড়বে বৃষ্টি, ফলে সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা ভারি বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বুধবার রাতে হালকা ও গুঁড়ি বৃষ্টি হয়েছে।