বছরের প্রথম দিনেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা পেলো পাঠ্যপুস্তুক
- আপডেট সময় : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সারাদেশের স্কুলে স্কুলে শুরু হয়েছে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। ১৩ দিনব্যাপী চলবে এই কার্যক্রম। করোনার কারণে এবারও হয়নি পাঠ্যপুস্তক উৎসব। ৩ কোটি বইয়ের ঘাটতি রয়েছে। এবছর বিভিন্ন শ্রেনীতে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক দেয়া হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি এবং পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও বিতরণ করা হচ্ছে।
ময়মনসিংহ জেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪ হাজার ৭১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮ লাখ ৬৮হাজার ৩২০টি বই বিতরণ করা হয়েছে। সকালে নগরীর নওমহল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৮ লাখ ৩৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মঝে বই বিতরণ করা হয়ে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।গাজীপুরের ৫ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩ হাজার ৫২১টি বিদ্যালয়ে ৫ লাখ ২২ হাজার ৭১জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৭৫ হাজার নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়। মাধ্যমিক স্তরে ৫৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থীকে ৭২ লাখ ১৫ হাজার ৭৫টি নতুন বই দেয়া হয়।
বরগুনায় বছরের প্রথম দিনে চলছে বই বিতরণ কার্যক্রম। সকালে ইউটিডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন এবং বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএম মিজনুর রহমান ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন।
সারাদেশের ন্যায় চাঁদপুরের শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম। সকাল থেকে সকল বিদ্যালয়ে সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই পুস্তক বিতরণ কার্যক্রম চলবে।
ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা।
সারা দেশের মত সিরাজগঞ্জেও বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। জেলাসহ ৯টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ১ হাজার ৬৭১টি বিদ্যালয়ের ৪ লক্ষ ৪০ হাজার শিক্ষার্থীর মাঝে ৫৩ লক্ষ ৭৯ হাজার বই প্রদান করা হচ্ছে।
বছরের প্রথম দিনে মাগুরায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
এছাড়া- নেত্রকোণা, সাতক্ষীরা, নাটোর, নড়াইল, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।