বজ্রপাতে মা ও শিশুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ২১০৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশুর মৃত্যু ঘটেছে।
ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়া। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার
করে। মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘর পুড়ে নিহতদের মরদেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানিয়েছেন, মরদেহ দুটি আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।