বড় ধরনের নাশকতার প্রস্তুত জঙ্গি সংগঠন হিন্দাল শারক্বীয়ার
- আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
যে কোনো নাশকতার জন্য সংগঠিত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। সংগঠনের অর্থ ও হিযরত বিষয়ক প্রধান সমন্বয়কসহ ৪ জনকে কুমিল্লা থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রেব।
বলা হয়, ৮ মাসে প্রশিক্ষণ ও অস্ত্র কেনায় সংগঠনটি এরইমধ্যে ৫০ লাখ টাকা ব্যয় করেছে সংগঠনটি। সংগঠনের আমির আনিসুর রহমান তমাল ও সমন্বয়কারী শামিন মাহফুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেসময় অর্থ যোগানদাতাদের নামও জানা যাবে বলে আশা প্রকাশ করেন রেব কর্মকর্তারা।
সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অনুসন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিবাদে জড়িয়ে ঘরছাড়া তরুণদের বান্দরবানে খুঁজতে গিয়ে এই সংগঠনের কার্যক্রম সামনে আসে।
বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে, অর্থ বিষয়ক প্রধান সমন্বয়ক বাচ্চু ও হিজরত বিষয়ক প্রধান সমন্বয়ক সোহেল।রেবের কর্মকর্তার জানিয়েছেন, ৩ দফায় গ্রেফতার সংগঠনটির ২২ সদস্যের কাছ থেকে তথ্য পেয়ে অভিযানে নামেন তারা।
রেব বলছে, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল সংঠগনের। ১৭ লাখ টাকার অস্ত্র কিনেপ্রশিক্ষণ বাবদ আরও ৩৩ লাখ টাকা খরচ করেছে সংগঠনের নেতারা।
সংগঠনের কাছ থেকে জব্দ করা জিহাদি বই ঘেঁটে জানা যায়, আইনশৃখলা বাহিনীর হাত থেকে বাঁচতে নানা কৌশল রপ্ত করেছে সদস্যরা। গেরিলা যুদ্ধের প্রত্যাশঅয় জনসমাগম এলাকা, পাহাড় এমনকি মরুভূমিতেও প্রশিক্ষিত তারা।
অর্থের যোগানদাতাদের খোঁজ পেয়েছে রেব। এ বিষয়ে যাচাই বাছাই চলছে বলেও জানান সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। রেবের অভিযানে নব্য জঙ্গি সংগঠনের সদস্যরা বিচ্ছিন্ন রয়েছে বলেও জানায় রেব।