বদলে গেছে আব্দুল আলীম খেলার মাঠ
- আপডেট সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
চারদিকে সবুজ আর সবুজ, আলাদা ক্রিকেট গ্রাউন্ড, চারপাশে এলইডি লাইটসহ উন্নত বিশ্বের আদলে তৈরি। বলছি আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া রাজধানী ঢাকার লালবাগের হাজী আবদুল আলীম খেলার মাঠের বর্তমান অবস্থা। ইট পাথরের নগরবাসির মনকে বিকশিত করার প্রয়াসে সমন্বিতভাবে এই মাঠের ডিজাইন করা হয়েছে বলে জানান স্থপতি রফিকুল আজম। জানান, এরই মধ্যে অর্জন করেছেন ডিএনএ প্যারিশ ডিজাইন অ্যাওয়াড-২০২১।
এটি রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের সামনে হাজী আবদুল আলীম খেলার মাঠের পুরোনো চিত্র। সে সময় মাঠ জুড়ে ছিলো ময়লার স্তূপ, কাপড় শুকানোর স্থান, লেগুনা ও রিকশা স্ট্যান্ড। ছিলো মাদক সেবনের আখড়াও।
সেই খেলার মাঠ এখন নজরকারে সবার। আধুনিকতার ছোঁয়া লেগেছে পুরো মাঠে। প্রায় চার বছর ধরে আধুনিকতার পরশে বদলে দেয়া এ মাঠের ডিজাইন করেছেন স্থপতি রফিক আজম। এমনকি দৃষ্টিনন্দন হওয়ায় ডিএনএ প্যারিশ ডিজাইন অ্যাওয়াড-২০২১ও অর্জন করেছে এই মাঠ।
প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বালুময় স্থানটি এখন চিরসবুজ ঘাসের আবরণে পরিপূর্ন। ঘাসের রঙের সঙ্গে মিলিয়ে বাউন্ডারির রং করা হয়েছে সবুজ। যেখানে হাঁটার জন্য তৈরি করা হয়েছে ওয়াকওয়ে। রাখা হয়েছে আলাদা ক্রিকেট গ্রাউন্ড, জিমনেশিয়া, ফুড কর্ণার, শিশুদের বিনোদন কেন্দ্রসহ নান্দনিকতার নানা ছোয়া। মাঠের ক্রিকেট গ্রাউন্ডে খেলতে আসা স্থানীয় শিশু-কিশোরা জানায়, আগে এখানে সেভাবে খেলাধুলা করা যেত না,আশপাশে ছিলো মাদকসেবীদের আড্ডা ।
মাঠ ঘিরে নানা স্মৃতির কথা তুলে ধরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দাবি করেন, এলাকার প্রায় ৩০ হাজার মানুষ এ মাঠ ব্যবহার করতে পারছেন এটাই সফলতা। আর স্থপতি রফিক আজম জানান, নগরবাসীকে আরো বেশি বিকোশিত করার প্রয়াসে এই মাঠের ডিজাইন করা হয়েছে। বসবাসের অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করতে হলে সবুজায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ২০১৭ সালে জল সবুজের ঢাকা শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার ৩১টি মাঠ আধুনিকায়ন করার প্রকল্প হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ।