সাভারের বনগাঁও ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান সাইফুলের বিরুদ্ধে গণশুনানি শুরু
- আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাভারের বনগাঁও ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান সাইফুলের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দিতে শুরু হয়েছে শুনানি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে তদন্তু কাজ শুরু করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হামিদুর রহমান। তদন্ত কমিটিকে সহযোগিতা করছেন সাভার ও আমিন বাজার সার্কেলের দু’জন সহকারী কমিশনার।
এসময় চেয়ারম্যানের শত শত সাঙ্গপাঙ্গকে ঐ এলাকায় জড়ো হতে দেখা গেছে। অভিযোগকারী ইউপি সদস্যদের প্রত্যেকের বক্তব্য এবং পরবর্তীতে অভিযুক্ত চেয়ারম্যান সাইফুল ইসলামের বক্তব্য শোনেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে বক্তব্য রাখেন।উভয় পক্ষের শুনানি শেষে কর্মকর্তা জানান, সুষ্ঠু তদন্ত হবে বলে আশা করছেন তিনি।
অর্থ ও ত্রাণ আত্মসাৎ, জালিয়াতি, সাক্ষরজাল, ইউপি সদস্যদের হেনস্থাসহ নানা অভিযোগে সাভারের বনগাঁও ইউনিয়নের সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঐ এলাকার ১১ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে ঘটনা তদন্ত পর্যন্ত গড়ায়।এসএটিভিতে তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রচারিত হওয়ার পর গণশুনানীর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।