বনভোজনে গিয়ে নদীতে ডুবে সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রগুনায় পাথরঘাটায় বনভোজনে গিয়ে নদীতে ডুবে সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটার লালদিয়া চরে স্কুলের বার্ষিক বনভোজনে গিয়ে নিখোঁজ হয় সে। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রের নাম সূর্য ঘোষ। পরিবার জানায়, বৃহস্পতিবার ৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে বার্ষিক বনভোজন আয়োজন করে বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজ। সকালে লঞ্চে করে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বলেশ্বর ও বিশখালী নদীর মোহনায় লালদিয়া সমুদ্র সৈকতে যায়। দুপুরের দিকে শিক্ষার্থীরা নদীতে গোসল করতে নামে। এ সময় সূর্য নদীতে নেমে নিখোঁজ হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের দুই ঘন্টা পর শাহেদ হোসেন বাপ্পী নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।
দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।