বনানী কবরস্থানে কিংবদন্তী অভিনেত্রী কবরীর দাফন সম্পন্ন

- আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনার ভয়াল থাবায় এবার চলে গেলেন কিংবদন্তী অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। দুপুরে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ হওয়ার পরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন কবরীকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকারসহ মন্ত্রীপরিষদের সদস্যরা। শোকে বিহ্বল গোটা সংস্কৃতি অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী অনুরাগী আর ভক্তরা শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত করেছেন।