বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনে এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
৯ বছর পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ এইচডি স্যাটেলাইট চ্যানেল- এসএটিভি। সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার এসএটিভির চট্টগ্রাম অফিসে বেলুন উড়িয়ে ও কেক কেটে বর্ষপূর্তি পালিত হয়। এ সময় এসএটিভির চট্টগ্রাম অফিসে শুভেচ্ছা জানাতে আসেন রেব, পুলিশ, নৌবাহিনী, রাজনৈতিক নেতাসহ, বিভিন্ন সামাজিক সংগঠক, সাংবাদিক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা এসএটিভির সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে।
যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ বৈচিত্রপূর্ণ অনুষ্ঠান প্রচার করার জন্য এসএটিভিকে ধন্যবাদ জানান চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য আক্কাস উদ্দীন।
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে স্বচ্ছতার প্রমাণ রেখেছে এসএটিভি। টকশো গুলোতেও দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরে তা সমাধানের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এই সাবেক ছাত্রনেতা ও রাজনীতিক…
দলীয় প্রভাবমুক্ত ও কারো চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের প্রশংসা করে চট্টগ্রাম বিভাগকে প্রাধান্য দিয়ে আলাদা সংবাদ ‘চট্টগ্রাম বুলেটিন’ প্রচারের জন্য ধন্যবাদ জানান এই সাংবাদিক নেতা…
সব মহলের দর্শকদের কথা ভেবে ভবিষ্যতেও এসএটিভি নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এমনটাই প্রত্যাশা শুভেচ্ছা জানাতে আসা অতিথিদের…।
শুভেচ্ছা গ্রহণ করেন এসএটিভির চট্টগ্রাম জেলা প্রতিনিধি কাজী হুমায়ুন কবির ও চট্টগ্রাম মেট্টোপলিটন প্রতিনিধি মো: নুরুল কবির। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।