বন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
- আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নড়াইলের আদালতে বন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিস্থিতি ঘোলাটে করতে ভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। সরকারের আজ্ঞাবহ বিচার ব্যবস্থা বন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। আইন আদালত আওয়ামী লীগের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সরকারকে মামলাবাজ সিন্ডিকেট দাবি করে দলের প্রধান থেকে তৃনমূল নেতাকর্মীদের একের পর এক মামলা দিয়ে দমন পীড়ন করে যাচ্ছে। সরকার মুক্তিযোদ্ধার তালিকা এখনো কাটছাঁট করছে, আর খালেদা জিয়া মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে যে মন্তব্য করেছেন- তা কি ভুল-এমন প্রশ্ন তোলে রিজভী বলেন, ৮০ হাজারের মুক্তিযোদ্ধা স্থলে এখন আড়াই লাখ মুক্তিযোদ্ধা কিভাবে হলে?