কাতারের মধ্যস্থতায় বন্দী বিনিময় শুরু করেছে হামাস ও ইসরায়েল
- আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
কাতারের মধ্যস্থতায় বন্দী বিনিময় শুরু করেছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম দিনে ৩৯ জন কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ১৩ জন ইসরায়েলিসহ মোট ২৪ জনকে মুক্তি দিয়েছে হামাস। দীর্ঘ সময় পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। চার দিনের সাময়িক যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিরতির মেয়াদ আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন।
বন্দি স্বজনদের ফিরে পেয়ে উল্লাসে মেতে উঠেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিভিন্ন পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতির অংশ হিসেবে মুক্তি পান তারা। স্বজনদের কাছে ফিরে তাই যেন আবারও প্রাণ ফিরে পেলেন এসব মানুষ।দীর্ঘদিন পর বন্দি স্বজনদের কাছে পেয়ে এসময় উল্লাসে মেতে ওঠে পরিবারের সদস্যরা। কেউ আতশবাজি ফুটাচ্ছেন, আবার কেউ অন্যকে জড়িয়ে ধরে আনন্দের কান্না করছেন। গাজার প্রধান সড়কে রেলি করে। আনন্দ মিছিলে যোগ দেন সাধারণ মানুষ।
এদিকে চুক্তির শর্ত মেনে, প্রথমদিন ১৩ ইসরাইয়েলিসহ ২৪ জনকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু। আপনজনদের ফিরে পেয়ে খুশি সবাই। আগামী তিনদিনে হামাসের কাছ থেকে ছাড়া পাবেন আরও ৩৭ ইসরায়েলি।
ফিলিস্তিনের গাজায় চার দিনের যুদ্ধবিরতি চলছে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পরিপ্রেক্ষিতে ৪৮ দিন পর শুক্রবার রাতে নির্ভয়ে ঘুমাতে পেরেছে গাজাবাসী। এর আগে গাজার অভ্যন্তর থেকে সরিয়ে নেয়া হয় ইসরায়েলি পদাতিক বাহিনীর সদস্যদের। ট্যাংক-সাঁজোয়া যান এবং বুলডোজারও ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়।
এদিকে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে বেশ কিছু ট্রাক প্রবেশ করেছে।
যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এর মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে । ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ‘সবে মাত্র সূচনা’ বলে মন্তব্য করেন তিনি।