বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছে
- আপডেট সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তাদের মধ্যে ১০৬ জনের মৃত্যু হয় । শুক্রবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করে বলেন,যথেষ্ট হয়েছে, এখন এসব বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই বন্দুক সহিংসতা বন্ধে যে আইন প্রণয়ন হয়েছে, তাতে ফাঁকফোকর রয়েছে । এর আগে বৃহস্পতিবার বন্দুক সহিংসতার নিয়ন্ত্রণে সীমিত পদক্ষেপের ঘোষণা দেন বাইডেন ও তার অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড।যুক্তরাষ্ট্রে অহরহ এলোপাতাড়ি গুলি, রক্তপাত ও আত্মহনন বন্ধে এটাকে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস। জো বাইডেন বলেন, বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য মহামারি । এটি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলছে বলে জ়ানান তিনি। নির্বাহী আদেশের মাধ্যমে নতুন পদক্ষেপ নেয়ায় প্রেসিডেন্টকে এখন আর কংগ্রেসের অনুমোদন নিতে হবে না। নির্দিষ্ট ধরনের বন্দুকের জন্য বিধি প্রণয়ন, ব্যাকগ্রাউন্ড যাচাই জোরদার ও স্থানীয় সহিংসতা প্রতিরোধের চেষ্টা থাকবে এই পদক্ষেপে ।