বন্ধুত্বের পররাষ্ট্র নীতিতে নিশ্চিত হয়েছে বাংলাদশের সমুদ্রসীমার অধিকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্ধুত্বের পররাষ্ট্র নীতিতে নিশ্চিত হয়েছে বাংলাদশের সমুদ্রসীমার অধিকার। ফলে সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা যে রয়েছে, সেখানে দেশের কোনো অধিকার ছিল না। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা ও সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, ২১ বছর তারা সমুদ্রসীমার অধিকার নিয়ে কোনো কথা বলেনি। ২০১২ এবং ২০১৪ সালে বাংলাদেশ-মিয়ানমার এবং ভারতের মধ্যে সমুদ্রসীমা নিষ্পত্তি হয়। সমুদ্রসীমার মাধ্যমে বাংলাদেশে সম্ভাবনাময় একটা বিশাল অর্থনৈতিক এলাকা পেয়েছে। বাংলাদেশের সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনে বিদেশিদের বিনিয়োগের আহবানও জানান প্রধানমন্ত্রী। এছাড়া সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, সমুদ্রকে নিরাপদ এবং কার্যকরভাবে পরিচালনা করতে দেশের সমুদ্রকেন্দ্রিক সব সংস্থাকে সহযোগিতা এবং সহায়ক হতে ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়।