বন্ধু রাষ্ট্রগুলোর নানা মতামত থাকলেও সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন: শিক্ষমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৮১৯ বার পড়া হয়েছে
নির্বাচনের ব্যাপারে কোন সংলাপের প্রয়োজন হলে সে উদ্যোগ নির্বাচন কমিশন। এখানে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর যারা সংবিধান মানেন না, তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বন্ধু রাষ্ট্রগুলোর নানা মতামত থাকলেও সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন। দেশের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন।
চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উউমেন্সে কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ভেবেছিলো বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কথা বলবে, কিন্তু কেউ তাদের দাবি আমলে নেয়নি। এক দফার কর্মসূচি দেয়ার পরদিন ফের ৩১ দফা দাবি তোলায় বিএনপি এখনো তাদের মূল দাবিই জনগণের সামনে উত্থাপন করতে পারেনি।
নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা সংবিধান মানেন না, তাদেরকে বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
এদিকে, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর নানা মতামত থাকলেও সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন।
আগামী সংসদ নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে বলে জানান শিক্ষামন্ত্রী।