বন্ধ থাকা ব্রিটিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলার দাবিতে সিলেটে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
লকডাউনের কারণে ৫ এপ্রিল থেকে বন্ধ থাকা ব্রিটিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-ভিএফএস খোলার দাবিতে মানববন্ধন করেছে যুক্তরাজ্য গমনেচ্ছু সিলেটের শিক্ষার্থীরা।
দুপুর ১ টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ভিএফএস সেন্টারের সামনে বিধি মেনে মানবন্ধনে উপস্থিত হয়ে ভিএফএস খোলার ব্যাপারে সরকারের হস্তক্ষেপের দাবি জানান ভুক্তভোগী এসব শিক্ষার্থী। তারা জানান, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে ৮ থেকে ১৫ লক্ষ টাকা জমা দিয়ে ভিসা আবেদন ও ডেলিভারী না পাওয়ায় সেশন মিস করার আশঙ্কায় আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির মুখোমুখি হচ্ছেন তারা। হুমকির মধ্যে পড়ছে নিজেদের ভবিষ্যত ও তাদের পরিবার। ভিএফএস সেবাকে লকডাউনের আওতামুক্ত করা কিংবা প্রতিদিন অন্তত দুই ঘন্টা করে হলেও প্রতিষ্ঠানটি চালু রাখার ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী এসব ভুক্তভোগীদের।