বন্যার তিন মাস পরও লালমনিরহাটের কাকিনা-রংপুর সড়ক মেরামত হয়নি
- আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বন্যার তিন মাস পরও লালমনিরহাটের কাকিনা-রংপুর সড়ক মেরামত করা হয়নি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি’র উদাসীনতায় প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা।
লালমনিরহাটের কাকিনা-রংপুর সড়ক দিয়ে বিভাগীয় শহরে যাতায়ত করে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা,কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার কয়েক হাজার মানুষ। গত বছর ২০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় সড়কটির প্রায় ২’শ মিটার ক্ষতিগ্রস্থ হয়। পাশের কাঁচা অংশ দিয়ে এখন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে চালক ও যাত্রীরা।
রাতের বেলা কুয়াশায় ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়া, একপাশ দিয়ে যাতায়াত চালু থাকায়, অন্য পাশের যানবাহনকে অপেক্ষায় থাকতে হয়। এতে করে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী-পেশার মানুষ।
সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে লালমনিরহাট এলজিইডি।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে আশা করছে ভুক্তভোগীরা।