বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে পানি প্রবাহ ঠিক থাকবে বলে জানান তিনি। একনেক সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া, নতুন রাস্তা নির্মাণে জোর না দিয়ে পুরনোগুলো প্রশস্ত করতে বলেন তিনি। সভায়, ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা গতিশীল করতে সমস্যা চিহ্নিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সাথে সিলেট-সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকায় যে সকল স্থানে রাস্তা ভেঙে গেছে সেখানে ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
পর্যাপ্ত অর্থ ও সুযোগ-সুবিধা দেয়ার পরও জনশুমারির কাজে কর্মীদের অবহেলার তথ্য পাওয়া গেছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
এছাড়া, শহরের প্রবেশ মুখে রেল ক্রসিংয়ের পরিবর্তে ওভার পাস নির্মাণ করা এবং হাওর অঞ্চলে নতুন রাস্তা না করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।