মানিকগঞ্জে বন্যায় ৩৩ হাজার পাঁচ’শ ৭৭ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে ১৭১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে দু’দফা বন্যায় ৩৩ হাজার পাঁচ’শ ৭৭ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে ১৭১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে আমন-আউশ ধান ও বিভিন্ন সবজিসহ ৫০ হাজার মেট্রিক টনেরও বেশি ফসল পানিতে ভেসে গেছে।
মানিকগঞ্জে দু’দফা বন্যায় আগাম শীত কালীন সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টমেটো, ফুলকপি,পাতাকপি, সিম,লাউসহ রোপা আমনের বীজ তলা, বোনা আমন ও আউশ ধান বন্যায় তলিয়ে গেছে। আখ ও কলা বাগানের ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, হরিরমাপুর, শিবালয় ও সিংগাইর উপজেলার প্রায় দেড় লাখ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে।
বন্যার ক্ষয়-ক্ষতি পুষিয়ে দিতে ১৯ হাজার চার’শ কৃষককে সহযোগিতা দেয়া হবে বলে জানান, এই কর্মকর্তা। সরকারি সহযোগিতায় দেশের কৃষক সমাজ ঘুরে দাঁড়াবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।