বন্যা আর কারফিউর প্রভাবে অচল সিরাজগঞ্জের তাঁতের হাট
- আপডেট সময় : ১১:১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বন্যা, বৃষ্টির পর এবার টানা কারফিউতে অচল হয়ে পরেছে জেলার ঐতিহ্যবাহী সোহাগপুর, এনায়েতপুর ও শাহজাদপুরের তাঁত পন্যের কাপরের হাট। গত তিন সপ্তাহ আগে যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বন্যার পানিতে তলিয়ে যায় জেলার শতাধিক তাঁত শিল্পের কারখানা। এছাড়াও প্রতি সোম ও মঙ্গলবারে টানা বৃষ্টি আর চলতি সপ্তাহে কারফিউ এর কারণে বন্ধ এই তাঁত পন্যের হাট গুলো।
সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট এটি। তাঁত শিল্পের উৎপাদিত কাপড় নিয়ে চরম বিপাকে তাঁত মালিকরা। চলতি বন্যায় তাঁত শিল্পে যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে উঠা কোন ভাবেই সম্ভব না। সেই সাথে দেশজুরে কোটা আন্দোলনের অস্থিরতার পর এবার চলা কারফিউতে নি:শ্ব হয়ে যাবে অনেক তাঁত মালিকরা। বন্যার আর বৃষ্টি এই সময় কাপড় কেনা সম্ভব হয়নি। কারফিউ চলাকালিন অবস্থায় ব্যাংক দিনে কয়েক ঘন্টার জন্য খোলা থাকলেও তাতে ঠিকমত লেনদেন করে পেরে উঠা যায়না। তাই কাপড় কিনা বেচা করা যাচ্ছে না বলে জানালেন স্থানীয় পাইকাররা।
তাঁত মালিকদের ক্ষতি পুশিয়ে তুলতে তাঁত মেলার আয়োজনের মাধ্যেমে বায়ারদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হবে বলে জানালেন স্থানীয় তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁত শিল্পকে বাচিয়ে রাখার জন্য ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বানিজ্য মন্ত্রনালয়ের মাধ্যেমে ক্ষতি পুরনের ব্যাবস্থা করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। দেশের অর্থনীতি সচল রাখতে তাত শিল্পসহ অন্যন্য গুরুত্বপূর্ণ শিল্পগুলি চালু রাখতে কর্তৃপক্ষ জোড়ালো ভূমিকা রাখবে এমনটাই দাবি শংশ্লিষ্টদের।