বন্যা ও নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতি কমাতে ডেজিংসহ বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বন্যা ও নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতি কমাতে ডেজিংসহ বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকায় ধরলার ভাঙ্গন পরিদর্শন শেষে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, ২১টি প্রকল্প নিয়ে নিয়ে ডোনারদের সাথে কথা বলেছি। এর মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে। আমরাও সম্মতি জানিয়েছি। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক এ.এম আমিনুল হক, স্থানীয় সংসদ্য পনির উদ্দিন আহমেদ, আসলাম হোসেন সওদাগর, জেলা প্রশাসক মো: রেজাউল করিম।