বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। এর আগে সিনহা হত্যার তদন্ত সংস্থা ওসি প্রদীপকে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে রেব। সে কারণে এতদিন জিজ্ঞাসাবাদ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ফলে এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পিছিয়ে যাচ্ছে বারবার।
এদিকে, এই হত্যা মামলার পুলিশের তিন সাক্ষীকে আদালতে নেয়া হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারেন বলে জানা গেছে।