বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত
- আপডেট সময় : ০২:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। একইসাথে জেলকোড অনুযায়ী তার চিকিৎসা ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত।
দুপুরে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক আশফাকুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গেল ১৪ সেপ্টেম্বর দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। সেসময় প্রদীপের আইনজীবীরা জামিন আবেদন করলে তা শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিলো। নির্ধারিত দিনে শুনানীতে, দুদকের মামলায় সংশ্লিষ্টতা অস্বীকার করেন প্রদীপের আইনজীবীরা। একই সঙ্গে কারাগারে প্রদীপের সুচিকিতসার নিশ্চয়তা এবং আত্মীয় স্বজন ও আইনজীবীদের দেখা করার অনুমতি চান আইনজীবীরা। আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে চিকিতসা ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার বিষয়টি জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেয়। গত ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলায় সাবেক ওসি প্রদীপকে গ্রেফতার দেখানো হলেও তার স্ত্রী চুমকি কারণ এখনো পলাতক রয়েছেন