বরগুনার তালতলীতে বাঁধ ভেঙে পানিবন্দি
- আপডেট সময় : ০১:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে আট গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে বেড়ে চলছে পানিবাহিত রোগ। এদিকে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে অধুনিক স্থায়ী বেড়িবাধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
বরগুনায় পায়রা নদীর স্রোত বেড়ে যাওয়ায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চার হাজার মানুষের মধ্যে বন্যার আতঙ্ক শুরু হয়েছে। দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। সচেতনতা না থাকায় ডুবে যাওয়া টিউবওয়েলের পানি করছেন পান। জোয়ারের পানিতে ভাসছে মল মূত্র, সেই পানিতে হচ্ছে গোসল, রান্নাবান্না । এতেই বেড়ে চলছে পানিবাহিত রোগ। অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।
তবে জনস্বাস্থ্য অফিস থেকে বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
অন্যাদিকে উপকূল রক্ষা বেড়িবাঁধ না থাকায় অবর্ননীয় দূর্ভোগের মধ্যে রয়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বানভাসি মানুষ। মানবেতর জীবন যাপন করছে এলাকার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, টেকসই বেড়িবাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বাস্তবায়ন হলে এর সুফল ভোগ করবে উপকূলীবাসী।
প্রতি বছর বেড়িবাধ নিমাণ না করে সঠিক পরিকল্পনা করে অধুনিক স্থায়ী বেড়িবাধ নিমাণ করার দাবি স্থানীয়দের।