বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় কাল। বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।
আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, নিহত রিফাতের পরিবার ও বরগুনার সচেতন মহল। অপরদিকে আসামি পক্ষের প্রত্যাশা- তারা খালাস পাবে। রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। আসামিদের পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবীরা। ১৪ই অক্টোবর রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষ হয়। ১৪ আসামির মধ্যে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে ৭ জন। এদের মধ্যে ৮ জন জামিনে ও ৬ জন কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে।