বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে করোনার টিকা রাখা দু’টি ডিপফ্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে করোনার টিকা রাখা দু’টি ডিপফ্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভোর সাড়ে পাঁচটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে ফোন দেন। সাথে সাথেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোন টিকা ছিল না।
এদিকে, গাইবান্ধার সাদুল্যাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে যাওযায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোরে সাদুল্যাপুর সরকারী কলেজ সংলগ্ন মোসলেম আলীর বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। মোছলেম আলীর অভিযোগ– শত্রুতাবশতঃ কেউ আগুন লাগিয়েছে।