বরগুনায় হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বরগুনায় হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলা সদর হাসপাতালে ধারণ ক্ষমতার পাঁচগুণ রোগী ভর্তি রয়েছে। প্রয়োজনের তুলনায় বেড কম থাকায় মেঝেতে ঠাঁই হয়েছে অনেকের। আক্রান্তের মধ্যে বেশিরভাগই রয়েছে শিশু। চিকিৎসক সংকট থাকায় রোগীদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। আরো রোগী ভর্তি করাতে হলে টান পড়বে প্রয়োজনীয় ওষুধেরও।
দেশের অন্যান্য জেলার মতো বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭৩ জন বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তের বেশীর ভাগই শিশু।
জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১৩টি। আর চিকিৎসা চলছে ৬০ জন ডায়রিয়ার রোগীর। মেঝেতে অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে অবস্থান নিচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীরা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও তার স্বজনরা।
জনবল কম থাকায় চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের।
হাসপাতালের প্রয়োজনীয় সংখ্যক বেড নেই। এ অবস্থায় হঠাৎ বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ায় দরকারী ওষুধের সংকটের আশংকা করছে কর্তৃপক্ষ।
এপ্রিল মাসের প্রথম ১০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন ২১৮ জন। যার মধ্যে ১১১ জনই শিশু।