বরগুনা লক্ষ্মীপুর গাজীপুর ও মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় পাচঁজন নিহত
- আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বরগুনা, লক্ষ্মীপুর, গাজীপুর ও মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় পাচঁজন নিহত হয়েছে।
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালীতে সড়ক দুর্ঘটনায় পথচারী মা-ছেলের মৃত্যু হয়। একটি পিকআপ মা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।
লক্ষ্মীপুরের রায়পুরে বাসচাপায় আবদুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, মোটরসাইকেলে ভাতিজিকে নিয়ে স্কুলে যাওয়ার পথে শতাব্দী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
গাজীপুরের কালিয়াকৈরের কুন্দাঘাটায় মাহিন্দ্র গাড়ি উল্টে এক যুবক নিহত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই ওই চালক মারা যায়। পরে, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মানিকগঞ্জ সিংগাইরের বাংগড়ায় বাসের ধাক্কায় এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বাইসাইকেলে করে ইটভাটা যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসাপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।