বরিশালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বরিশালের ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং তাঁর পরিবারের সদস্যদের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা জানান তিনি। ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানের সহযোগিতা ছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সে বুলেটই বিধবা করেছে বেগম খালেদা জিয়াকে।