বরিশালের চরবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য নির্মিত গুচ্ছগ্রামের ঘর বরাদ্দে টাকা লেনদেনের অভিযোগ
- আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বরিশালের চরবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য নির্মিত গুচ্ছগ্রামের ঘর বরাদ্দে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। যে বেশী টাকা দিতে পারছে, ঘর বরাদ্দ দিতে তালিকায় তারই নাম তোলা হচ্ছে। সহায়-সম্বলহীন মানুষগুলোর পক্ষে টাকা দিতে না পারায় তালিকায় নাম উঠছে না। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আর জেলা প্রশাসক বললেন, টাকা উত্তোলনকারীরা প্রতারক।
যাদের কোন মাথা গোজার ঠাঁই নেই এমন হতদরিদ্রদের মাঝে জমিসহ ঘর বরাদ্দ দিতে চরবাড়িয়া ষাট পরিবারের জন্য ষাটটি টিনের ঘর তৈরি করা হয়। প্রতিটি ঘরে সরকারি বরাদ্দ এক লাখ টাকা। কিন্তু ঘরগুলো এতটা নিম্নমানের করা হয়েছে তাতে ৩০ হাজার টাকাও খরচ হয়নি। বরাদ্দ দেয়া টাকার অর্ধেকই লুটপাট হয়েছে বলে অভিযোগ দরিদ্রদের। ঘরগুলো যাদের বরাদ্দ দেয়ার কথা, তারা তো পাচ্ছেই না, যাদের ঘর আছে এমন ব্যক্তিদের মাঝে টাকার বিনিময়ে বরাদ্দ দেয়া হচ্ছে। ঘর উত্তোলন থেকে শুরু করে বরাদ্দে স্থানীয় চেয়ারম্যান সর্বেসর্বা থাকায়, তার বিরুদ্ধে কেউ টু শব্দ পর্যন্ত করতে সাহস পাচ্ছে না।
টাকা লেনদেনের অভিযোগ প্রমান করতে পারলে, পদত্যাগের ঘোষণা দিলেন চরবাড়িয়ার চেয়ারম্যান। আর জেলা প্রশাসক বললেন, যারা টাকা নিচ্ছে তারা প্রতারক, তাদের ধরতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেবল চরবাড়িয়া নয়. জেলার দশ উপজেলার প্রতিটি গুচ্ছগ্রামের ক্ষেত্রেই ঘর নির্মাণ ও বরাদ্দে অনিয়মের অভিযোগ রয়েছে। অবৈধ টাকার লেনদেন বন্ধ করে বরাদ্দকৃত টাকায় গুচ্ছগ্রামের ঘর নির্মাণ এবং প্রকৃত ভূমিহীন ও নদী ভাঙ্গুলী মানুষের মাঝে বরাদ্দের দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা।
পিটিসি: