বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে ভায়লেশন মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮৮২ বার পড়া হয়েছে
আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা ভেঙে শিশুপার্ক নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে ভায়লেশন মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনোয়ার হোসেন হাওলাদার। এ মামলায় আসামি করা হয়েছে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনকেও। আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য ধার্য করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়কসংলগ্ন নগরীর ২২নং ওয়ার্ডের মধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশুপার্ক নির্মাণের কাজ করছে বরিশাল সিটি করপোরেশন।দখল করে পার্ক নির্মাণের কাজ চললেও তা জানে না বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ।