বরিশালের সাবেক পৌরসভা চেয়ারম্যান এবং সিটি মেয়রসহ ৫ জনের কারাদন্ড ও অর্থদন্ড
- আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৫ বছর পর বরিশালের একটি দুর্নীতি দমন আইনের মামলায় সাবেক পৌরসভা চেয়ারম্যান এবং সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামালসহ ৫ জনকে ৭ বছরের কারাদন্ড এবং কামালসহ দুই জনকে ১ কোটি করে ২ কোটি টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
বিকেলে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক এ রায় ঘোষনা করেন। ২০০০ সালের ১১ অক্টোবর দুদক এর তৎকালীন জেলা কর্মকর্তা বর্তমানে উপ-পরিচালক আব্দুল বাছেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কামাল ছাড়া অপর আসামীরা হচ্ছেন- বরিশাল পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, পৌরসভার সাবেক সহকারি প্রকৌশলী এবং বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম, পৌরসভার তৎকালীন উপ-সহকারি প্রকৌশলী ও বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত আব্দুস সত্তার এবং নগরীর কালিবড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জাকির হোসেন।