বরিশালের হিজলায় সিসমিক জরিপের মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান করবে সরকার
- আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বরিশালের মেঘনা তীরবর্তী হিজলায় সিসমিক জরিপের মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান করবে সরকার। এ লক্ষ্যে গৃহীত প্রকল্পে অনুমোদন পেলেই শুরু হবে সার্ভে। অনুসন্ধান সফল হলে মজুদ নির্ধারণসহ বাণিজ্যিক পরিকল্পনা গ্রহণ করবে সরকার।
৪৬ বছর পর বরিশালের হিজলায় তেল-গ্যাস অনুসন্ধানে জরিপ শুরু করতে যাচ্ছে সরকার। অনুসন্ধান ক্ষেত্রের সব শেষ অবস্থা দেখতে গেলো রোববার উপজেলার মেঘনা নদীর তীরবর্তী কোড়ালিয়া পরিদর্শন করেন জ্বালানী ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, হিজলায় জ্বালানী অনুসন্ধানের অনুমোদন পেলে শুরু হবে সিসমিক জরিপ। জরিপে নির্ধারিত হবে গ্যাসের অবস্থান ও মজুদ। সফল হলেই বাণিজ্যিকভাবে সরবরাহের সিদ্ধান্ত নেবে সরকার।
ওই এলাকায় অনেক গভীর নলকূপ থেকে তেল ও গ্যাস উদগীরণের উদাহরণ রয়েছে। অনুসন্ধানে সরকারের কাছে দাবী স্থানীয়দের।
পরিদর্শন দলের সদস্য বাপেক্সের জেনারেল ম্যানেজার বলেন, গ্যাসের সম্ভাবনা থাকায় সরকার এখানে বিনিয়োগের চিন্তভাবনা করছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামী অক্টোবরে শুরু হবে জরিপ কাজ।
পুরো এলাকা ঘুরে দেখার পর স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, এই প্রকল্পে কাজ করতে সরকার আন্তরিক।
১৯৭৬ সালে প্রথম স্থানীয় গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়ার দুটি এলাকায় দুটি কূপ খনন করে রাশিয়ান একটি কোম্পানী। ওই সময় ৩ মাসের জরিপ চালানো হলেও কি কারণে কূপ ভরাট করে অনুসন্ধান কাজ বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে ওই এলাকায় সরকারী-বেসরকারী কোম্পানীর আর কোন তৎপরতা আর চোখে পড়েনি।