বরিশালে জাতীয় পার্টির উপজেলা পরিষদ দিবস পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
বরিশালে রেলি ও সমাবেশের মধ্য দিয়ে উপজেলা পরিষদ দিবস পালন করেছে জাতীয় পার্টি। জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর দক্ষিন সদর রোডের চৌধুরী বাড়ির দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেস্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থা সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অনন্য সৃষ্টি। উপজেলা ব্যবস্থার উপর দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পরে রেলি বের করা হয়।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় এক কমিউনিটি সেন্টার থেকে রেলি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টি সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ইমরান হোসেন।