বরিশালে ভুত আতংকে হল ছাড়ছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৬:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বরিশালের একটি প্রাইভেট নার্সিং ইন্সটিটিউটের বহুতল ভবনের আবাসিক হলে ভুত আতংক দেখা দিয়েছে। এ কারণে ওই প্রতিষ্ঠানের ৬০ জনের মধ্যে ৪৫ শিক্ষার্থীই হোস্টেল ছেড়েছে। তারা বিশ্বাস করে ভবনের ছাদে এবং কক্ষে ভুতের উপস্থিতি রয়েছে। সম্প্রতি ওই বিশ্বাসে সেখানকার শিক্ষার্থীদের মধ্যে ভুত আতংক ছড়িয়ে পড়লে ছয় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। ভুতের ভীতি দূর করতে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ে এর সাথে সাথে প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাতের ব্যবস্থা করা হলেও ভুতভীতি কাটেনি শিক্ষার্থীদের।
জমজম নার্সিং ইন্সটিটিউটের ৫ম তলায় ম্যাটস্ এবং ৬ষ্ঠ তলায় ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। বেশ কিছুদিন ধরে আবাসিক ছাত্রীদের কেউ কেউ রাতের বেলা ছাদে হাটাহাটির শব্দ শুনতে পান। আবার কখনও কক্ষের মধ্যে অস্বাভাবিক ছায়া দেখতে পান। গেল ১২ ফেব্রুয়ারী রাতে কয়েকেজন শিক্ষার্থী হোস্টেলের ছাদে ভূতের হাটাহাটির শব্দ পান এবং কক্ষে ভুতের ছায়া অনুভব করে। বিষয়টি পুরো হোস্টেলে ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে পড়েন অন্য শিক্ষার্থীরা। এ সময় ৪ ছাত্রী জ্ঞান হারালে তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আবাসিক ছাত্রীদের ভীতি দূর করতে কাউন্সিলিংয়ে ব্যবস্থা করা হয়েছিলো। ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে হুজুর এনে মিলাদ-দোয়ার আয়োজন করা হয়। এরপরও তাদের ভয় কাটেনি, উল্টো তারা অসুস্থ হয়ে পড়ে, বললেন ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা।
খবর পেয়ে বরিশাল কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেন এমন ঘটনা ঘটলো তা তদন্ত চলছে, বললেন এ উপ-পরিদর্শক।