বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু। সাথে যোগ হয়েছে উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। উপসর্গহীন এ রোগে মারাত্মকভাবে ভুগছেন বরিশালবাসী। জ্বর, সর্দি, কাশির মতো কোনো লক্ষণ ছাড়াও নমুনা পরীক্ষায় প্রচুর করোনা রোগী ধরা পড়ছে প্রতিদিন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে এ থেকে পরিত্রাণ পেতে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সঠিক মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এদিকে করোনা নির্ণয়ে রেপিড কীট ব্যবহারের দাবি জানিয়েছেন নগরবাসী।
নানা রোগে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা নিতে আসা অনেকেরই এখন করোনা পজিটিভ ধরা পড়ছে। উপসর্গহীন অবস্থায় এরইমধ্যে বরিশাল বিভাগে ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসেবে , বরিশাল জেলায় ২ হাজার ১৮২ জনের নমুনায় পজেটিভ ৪২৫ জন। মারা গেছেন ৩ জন এবং সুস্থ ৫৩ জন। পটুয়াখালীতে ১ হাজার ৭০১ জনের নমুনায় পজেটিভ ৬৫ জন। মারা গেছেন ৪ জন, সুস্থ ২৭। ভোলায় ১ হাজার ৩৩৮ জনের নমুনায় পজেটিভ ৫২ জন। একজন মারা গেছে, সুস্থ ১১। পিরোজপুরে ৯১১ জনের নমুনায় পজেটিভ ৭৮ জন। মারা গেছে ২ জন, সুস্থ ১০। বরগুনায় ১ হাজার ৪৯৩ জনের নমুনায় পজেটিভ ৭১ জন। মারা গেছে ২ জন, সুস্থ ৪০। ঝালকাঠিতে ৯৫৭ জনের নমুনায় পজেটিভ ৫৭ জন। মারা গেছে ২ জন, সুস্থ ১৮ জন।
পিসিআর ল্যাবে প্রতিদিন ২শ’জনের নমুনা পরীক্ষা করতে দুই শিফটে কাজ চলছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হলে জনবলের সঙ্গে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে, বললেন পিসিআর ল্যাবের দায়িত্বে থাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ।
রোগীরা জানেও না তারা করোনায় আক্রান্ত। এ কারনে মুমুর্ষু অবস্থায় ভর্তি হওয়ায় চিকিৎসার সময় পাওয়া যাচ্ছে না। এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, বললেন মেডিকেলের পরিচালক। আর বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা জানালেন, বেশী মানুষের নমুনা পরীক্ষায় উপসর্গহীন রোগী সনাক্ত হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬১ সদস্য এবং মেডিকেলের চিকিৎসক, নার্স এবং কর্মচারী মিলিয়ে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের অনেকেরই উপসর্গ ছিল না।