বরিশাল ইউএনও, থানার ওসি, এসআই ও আনসার সদস্যসহ অন্তত ৫০ জনের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ
- আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বরিশাল সদর ইউএনও, কোতোয়ালি মডেল থানার ওসি, এসআই ও পাঁচ আনসার সদস্যসহ অন্তত ৫০ জনের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ দাখিল হয়েছে সেখানকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে।
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং রাজস্ব কর্মকর্তা মো. বাবুল হাওলাদার বাদী হয়ে আজ রোববার এই মামলা দুটির আবেদন করেন। এদিকে একই আদালতে ইউএনও মুনিবুর রহমানের ওপর হামলাচেষ্টা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীর জামিনের আবেদন করা হলে বিচারক সে আবেদন নামঞ্জুর করে তাঁদের কারা হেফাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। এদিকে, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আহ্বানে কাজে ফিরেছেন বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ফলে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে পোস্টার অপসারণ নিয়ে বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের তর্ক বাঁধে। ঘটনার একপর্যায়ে ইউএনও মুনিবুর রহমানের সাথেও বাকবিতণ্ডা হয়। এ সময় গুলি চালায় আনসার সদস্যরা।