বরিশাল কর ভবনে আয়করদাতাদের উপচে পড়া ভীড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
২০১৯-২০ অর্থবছরের আয়কর দেয়ার শেষ সময় আগামীকাল ৩০ নভেম্বর। তাই গত ক’দিন ধরেই বরিশাল নগরীর আলেকান্দার কর ভবনে রিটার্ন জমা দিতে চলছে আয়করদাতাদের উপচে পড়া ভীড়।
করদাতারা জানান, করোনাকালে কর প্রদানে স্বাস্থ্যবিধি মানার কোন ব্যবস্থা নেই কর ভবনে। করদাতাদের দেখিয়ে-বুঝিয়ে দেয়ার মতো নেই কোন বুথ। রাখা হয়নি স্পট ব্যাংকিং ব্যবস্থা। দির্ঘক্ষন লাইনে দাড়িয়ে থেকেও আয়কর রিটার্ন জমা দিতে পারছেন না তারা। রিটার্ন জমা দিলেও রিসিভ কপি পেতে ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও নানাবিধ সমস্যা এবং চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে আয়কর প্রদান কার্যক্রম। বরিশাল ছাড়াও বিভাগের অপর ৫ জেলায় একইভাবে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর বিভাগ আয়কর রিটার্ন গ্রহনের সময়সীমা বেঁধে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিস্ট কর্মকর্তারা।